, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব: নান্নু

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৪:৪৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৪:৪৩:৩৭ অপরাহ্ন
আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব: নান্নু
এবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দুটি চার দিনের ম্যাচের পাশাপাশি তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা ‘এ’ দলের। এরপর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন পাকিস্তানের বিপক্ষে। যদিও সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসায় এ সকল সিরিজ সময়মত হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। সবার সহযোগিতায় সেই শঙ্কা কাটাতে চান মিনহাজুল আবেদীন নান্নু।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও বইছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই দিন পিছিয়ে গেছে বাংলাদেশ 'এ' দলের পাকিস্তান সফর। সময়মত হবে কিনা কিংবা আদৌ হবে কিনা সেই সংশয় আছে জাতীয় দলের পাকিস্তান সফরকে ঘিরেও।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম নান্নু বলেন, 'এখন সবার সহযোগিতায় ক্রিকেটকে চলমান রাখতে হবে। যে যে দ্বিপাক্ষিক সিরিজ আছে, 'এ' দলের সফর আছে, সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে। এইগুলো যাতে সময়মত হয়, সেক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সবার সহযোগিতায় ক্রিকেটটাকে এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর।'

তিনি আরও বলেন, 'এখানে দ্বিমত নাই কারো। আমরা ক্রিকেটটাকে এগিয়ে নেব, এটা আমাদের দায়িত্ব। আমরা চাই সুশাসন। যেন সুন্দরভাবে দেশটিকে আমরা এগিয়ে নিতে চাই। এখন আমরা যেন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা সবাই এটাই চাচ্ছি।'

আজ মঙ্গলবার সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। যদিও ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণার পর বিসিবি সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে বাধ্য হয়। এদিকে আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা