এবার সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুম। রুমের সামনে থেকে সরানো হয়েছে নেমপ্লেট। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এ চিত্র দেখা গেছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেমপ্লেটগুলোও সরানো হয়েছে।
এদিকে আজ সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করে সচিবালয়ে। পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা গেছে। আওয়ামী লীগপন্থি কর্মকর্তা-কর্মচারীরা আসেননি বলে জানা গেছে। পুনরায় সংগঠিত হন বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টি বিতরণ করেন।
আজ দুপুর পৌনে ১২টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। ১টার দিকে ফাঁকা হয়ে যায় সচিবালয়। সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে— এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না।