, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্ররা চাইলে অন্তর্বর্তী সরকার প্রধানের নাম পাঠাবো: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০১:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০১:২৫:০৬ অপরাহ্ন
ছাত্ররা চাইলে অন্তর্বর্তী সরকার প্রধানের নাম পাঠাবো: মির্জা ফখরুল
এবার দেরি না করে অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছে ছাত্ররা, তবে আমাদের কাছে নাম চাইলে আমরা নাম দেব।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তারা সঠিক সিদ্ধান্ত নিবে। এসময় তিনি খালেদা জিয়াকেও অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানান।

এর আগে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে আজ ভোর ৪টার দিকে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সর্বশেষ সংবাদ