এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের হাইকোর্ট এনেক্স ভবনের সামনে থাকা ভাস্কর্যটি ভাঙা হয়েছে। কে বা কারা ভাস্কর্যটি ভেঙেছে তা জানা যায়নি।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাড়ি পাল্লা ধরে রাখা ইস্পাতের ভাস্কর্যটি ভাঙা।
গত ২০১৬ সালের শেষ দিকে গ্রীক দেবী থেমিসের আদলে গড়া ন্যায়বিচারের প্রতীক এই ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়েছিল।
একপর্যায়ে হেফাজতে ইসলামসহ ইসলামপন্থী কয়েকটি দলের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের মূল ভবনের ফোয়ারার সামনে থেকে ভাষ্কর্যটি হাইকোর্ট এনেক্স ভবনের সামনে পুন:স্থাপন করা হয়।