, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


দলকে জিতিয়ে ম্যাচসেরা সাকিব

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১১:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১১:৫৯:২৩ পূর্বাহ্ন
দলকে জিতিয়ে ম্যাচসেরা সাকিব
এবার লম্বা সময় পর ব্যাটে-বলে নিজের জাত চেনালেন সাকিব আল হাসান। চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার এই অধিনায়ক সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবের হাতে।
 
গতকাল সোমবার (৫ আগস্ট) ব্রাম্পটনে ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। যা ৩ বল বাকি থাকতে টপকে যায় বাংলা টাইগার্স। বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন।

চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চলতি মৌসুমে সোমবারের ম্যাচের আগ পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪, গত ৩০ জুলাই টরন্টোর বিপক্ষে করেছিলেন। বাকি ৪ ইনিংসের একটিতেও ৫ রানও করতে পারেননি। 

প্রায় প্রতি ম্যাচেই নিজের ব্যাটিং অর্ডার নিয়েও করেছেন পরীক্ষা-নিরীক্ষা। কাল নেমেছিলেন ৪ নম্বরে। বল হাতেও নিজের পুরোনো ছন্দে ধীরে ধীরে ফিরে পাচ্ছেন সাকিব। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে উইকেট পেয়েছেন ৭টি।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা