, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


তীব্র গরমে আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ১০:০৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ১০:০৬:২৬ পূর্বাহ্ন
তীব্র গরমে আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
এবার তীব্র তাপদাহের কারণে আজ সোমবার থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।
 
এদিকে ঘোষণা অনুযায়ী ৫ থেকে ৮ জুন পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ চারদিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস