, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লুট হওয়া ৪০ অস্ত্র ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১১:৩৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১১:৩৮:৫৯ পূর্বাহ্ন
লুট হওয়া ৪০ অস্ত্র ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা
এবার জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। জাতীয় সংসদের সারজেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর হাসান বলেন, সোমবার (৫ আগস্ট) জনসাধারণ সংসদীয় নিরাপত্তা রক্ষীদের ৪০টি অস্ত্র দখল করেছিল। পরে ছাত্ররা সেগুলো জমা দিয়েছে। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অস্ত্র ফেরত দেয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান সারজেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান।

এদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা