, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশ বাঁচাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৯:৪৫:৪১ পূর্বাহ্ন
দেশ বাঁচাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
দেশে চলমান সহিংসতা এবং হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে দেশ বাঁচাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দেশের সম্পদ রক্ষা এবং সংখ্যালুঘু জনসংখ্যাকে রক্ষায় কঠোর ভূমিকা রাখতে। সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় দেওয়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বঙ্গভনের সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস