, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাভারে সংঘর্ষ, নিহত ২৫

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৯:২০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৯:২০:১৬ পূর্বাহ্ন
সাভারে সংঘর্ষ, নিহত ২৫
এবার শেখ হাসিনা সরকারের পতনের দিন মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিন সাভারে ২৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে সাভারের জনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়।

তাদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া আশুলিয়ার বাইপেলে হাবিব মেডিকেলে ২ জন, হ্যাপি হাসপাতালে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আশুলিয়া থানায় ৫ মরদেহের কথা জানা গেছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার সজীব রায় বলেন, ৮ জনের সবার মৃত্যুর কারণ ফিজিক্যাল অ্যাসল্ট।

জনস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, কাউকে মৃত আনা হয়েছে, কেউ হাসপাতালে এসে মারা গেছেন। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের সবার বুলেট ইনজুরি। তাদের কারও মাথায়, কারও পেটে গুলি লেগেছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জুনিয়র অফিসার মো. পারভেজ বলেন, আমাদের হাসপাতালে তিন জনকেই মৃত অবস্থায় আনা হয়। তাদের সবারই মাথায় গুলি ছিল। অন্যদিকে হামলা হয়েছে সরকারি ভবন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসা ও অফিসেও।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা