এবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত মাস থেকেই সারাদেশে অস্থিরতা বিরাজমান ছিল। এরই অংশ হিসেবে গতকাল (রোববার) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এরপরই সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়া খবর ছড়িয়ে পড়ে। এরপরই রাজধানীর মিষ্টির দোকানগুলোতে ভিড় বেড়ে গেছে। অনেকে মিষ্টি কিনে আশপাশের লোকজনকে খাওয়াচ্ছেন।
সরজমিনে দেখা গেছে, পল্টনে এলাকার মুসলিম সুইটসে অনেকে আসছেন। মিষ্টি কিনছেন এবং সেইগুলো বিভিন্ন লোকদের মধ্যে বিতরণ করছেন। দোকানের ম্যানেজার তারিকুল ইসলাম বলেন, তিনটার পর থেকে মানুষ আসছে। মিষ্টি কিনছে।
এ সময় কয়েকজনকে দোকানের সামনে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। একেকজন ক্রেতা পাঁচ কেজি এবং ২০-৩৫ কেজি মিষ্টি কিনেছেন।