, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ আহত ২৫

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৭:৫১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৭:৫১:২৭ অপরাহ্ন
কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকসহ আহত ২৫
এবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হয় সংঘর্ষ। এরপর চলতে থাকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় কাঁদানে গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এভাবে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর এক পর্যায়ে শিক্ষার্থীরা দু'দিক থেকে আওয়ামী লীগ অফিস ঘিরে ফেলে।

এ ছাত্রলীগ নেতারা পালিয়ে গেলেও জেলা আওয়ামী লীগ নেতারা কার্যালয়ে আটকা পড়ে। এক পর্যায়ে দলীয় কার্যালয়ে দরজা ভেঙ্গে আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মন্জুরুল ইসলাম রতন, সাংগাঠনিক সম্পাদক, রাশেদুজ্জামান বাবু, রেদওয়ানুল হক দুলাল, রুহুল আমিন দুলালসহ অন্যান্য নেতাদের পিটিয়ে আহত করে। পরে কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা।
 
সংঘর্ষে আওয়ামী লীগ নেতা, আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পৌর চেয়ারম্যান কাজিউল ইসলামসহ উপজেলা চেয়ারম্যান মন্জুরুল ইসলাম রতনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 
এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিস শাহিনুর রহমান শিপন জানায়, দুপুরের পর থেকে হাসপাতালে আসতে শুরু করে আহতরা। এদের মধ্যে রাজনৈতিক নেতা, শিক্ষার্থী, পুলিশ রয়েছে। গুরুতর আহতদের রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
 
অন্যদিকে দুপুরের পর থেকে জেলার ফুলবাড়ী উপজেলা শহরে বিক্ষোভ শুরু করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মুক্তিযোদ্ধা ভবন ভাঙচুরের পর থানা ঘেরাও করে। ফুলবাড়ীতে অন্তত আটটি ও কুড়িগ্রাম জেলা শহরে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
 
এর আগে সকাল ১০ টার দিকে কুড়িগ্রামে কর্মরত দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলী, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মো. জুয়েল রানার উপর হামলা করে ছাত্রলীগ। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস