, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিকেল গড়াতেই আন্দোলনকারীদের দখলে মিরপুর-১০

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৬:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৬:৩৯:০৪ অপরাহ্ন
বিকেল গড়াতেই আন্দোলনকারীদের দখলে মিরপুর-১০
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঠেকাতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সকাল থেকে অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগ। এরপর আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকা। তবে বিকেল গড়াতেই পুরো এলাকার দখলে নেয় আন্দোলনকারীরা।
 
সেখানে আগে থেকে অবস্থান ছিল সেনাবাহিনীর। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়ক বলেন, ‌‌‌‘আমরা সেনাবাহিনীর কাছ থেকে আধা ঘণ্টা সময় চেয়ে নিয়েছি। পরবর্তীতে কী করণীয় তা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই সেনাবাহিনীকে একটু সাহায্য করবেন।’

এরপর সেনাবাহিনী সাজোয়া যান ও গাড়ি নিয়ে স্থান ত্যাগ করে। এরপর মিরপুরের প্রতিটি অলিগলি থেকে কয়েক হাজার আন্দোলনকারী দলে দলে এসে সেখানে যোগ দেন। পুরো মিরপুর-১০ নম্বর এলাকা স্লোগানে মুখরিত করে রাখেন তারা। এদিকে মিরপুরে সংঘর্ষে আহতদের ফ্রিতে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে মিরপুর পপুরলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। তাদের ১০ থেকে ১২ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম সড়কের পাশে অস্থায়ী ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন।

ওই মেডিকেল টিমের এক চিকিৎসক বলেন, ‘আমরা এখানে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ যেকোনো আহত মানুষকে চিকিৎসা দিচ্ছি। শুধু আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছি তা নয়, যেকোনো আহত মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে।’ এর আগে সকাল ১০টার পর থেকে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরপর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গতকাল শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান