, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


তালা ভেঙে হলে উঠলেন জাবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৬:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৬:০৪:৪১ অপরাহ্ন
তালা ভেঙে হলে উঠলেন জাবি শিক্ষার্থীরা
এবার তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  শিক্ষার্থীরা। আজ রবিবার (৪ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে।

তবে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজ তারা হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করে বাকি হলের তালা ভেঙে হলে অবস্থান করবেন।

এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার আলটিমেটাম দেন। প্রশাসন এই সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর প্রেক্ষিতে আজ রবিবার হলের তালা ভাঙেন তারা।