, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কোটার আন্দোলনে নেই তারা, সন্ত্রাসীদের দমনের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৪:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৪:৪৬:৪৬ অপরাহ্ন
কোটার আন্দোলনে নেই তারা, সন্ত্রাসীদের দমনের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর
এবার কোটা সংস্কারসহ সব দাবি মেনে নেয়ার পরেও এক দফা দাবির মতো রাজনৈতিক দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আরাফাত। আজ রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।

এদিকে অধ্যাপক আরাফাত বলেন, কোটা সংস্কার আন্দোলনে নেই শিক্ষার্থীরা। তারা যা চায় সেটা তারা গতকাল প্রকাশ করেছে। আর এই দাবি বাস্তবায়নে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। আর এমন সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে।
 
দেশবাসীই সন্ত্রাসীদের প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, তারা আজ সন্ত্রাস-সহিংসতার মধ্য দিয়ে সরকারের পতন চান। তবে আমরা সংঘাত এড়াতে চাই। আমরা এরপরেও চাই শান্তিপূর্ণভাবে যাতে সমাধান হয়।
 
এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে সবাই রাজপথে নেমে আসবে। ২৮ অক্টোবর যাদের মোকাবিলা করেছি তারা আবারও সামনে চলে আসছে। রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে।
 
এ সময় সন্ত্রাসী কার্যক্রম দমনের বিষয়ে তিনি ব্রিটেনের উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি সেখানকার রায়ট বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সেখানকার প্রধানমন্ত্রী। আমরাও প্রয়োজনে সেভাবেই সন্ত্রাস মোকাবিলা করবো।
 
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ কর্মসূচির প্রথম দিন রোববার (৪ আগস্ট) দেশব্যাপী ১৬ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাত ৯টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া