এবার বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের বাসভবনে হামলা চালানো হয়েছে। এ সময় তার বাসভবনের সামনে ও আশপাশে থাকা ৫০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
আজ রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের বটতলা এলাকার করিম কুটিরের সামনে এ ঘটনা ঘটে। সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিমন্ত্রীর বাসভবনে আকস্মিক হামলা চালানো হয়েছে। এ সময় এলাকায় যাকে পেয়েছে তাকে হামলাকারীরা মারধর করেছে। এছাড়া মন্ত্রীর বাড়িসহ আশপাশের বাড়ির জানালার ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ যুবক আকস্মিক মন্ত্রীর বাসার সামনে হামলা চালায়। এ সময় তারা মন্ত্রীর বাসার সামনে থাকা সব ব্যানার-ফেস্টুন ভেঙে ফেলে। পরে মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া নবগ্রাম রোডের ডিভাইডারের পাইপ তুলে ফেলা হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় হামলাকারীরা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।