, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০২:৫৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০২:৫৯:৫৬ অপরাহ্ন
দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন
এবার বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ চলছে। আন্দোলনকারী, সরকারদলীয় সংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের সংঘর্ষে ৮ জেলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
 
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারদলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

এদিকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা বাড়তে থাকে। এতে পাবনা, বগুড়া, বরিশাল, রংপুরসহ ৮টি জেলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত।

এর মধ্যে পাবনায় ৩ জন, মুন্সিগঞ্জ, রংপুর এবং বগুড়ায় ২ জন করে, মাগুরা, কুমিল্লা, বরিশাল এবং কিশোরগঞ্জে একজন করে নিহত হয়েছেন।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক