, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানালো বিএনপি

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০১:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০১:১৩:০১ অপরাহ্ন
ছাত্রদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানালো বিএনপি
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবিকে পূর্ণভাবে সমর্থন জানিয়েছে বিএনপি। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ অনিশ্চিয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর পুরো দায় সরকারের। সে সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বান জানান।

আজ রোববার (৪ আগস্ট) রাজধানী গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সরকার প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুর ভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ধ্বংস ও নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। ছাত্র আন্দোলন বলপূর্বক দমন করতে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে চলছে নজির বিহীন তৎপরতা। দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ওপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সরকারের।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণের উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরম ক্রান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি রাজপথে নেমে এসে ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী।
সর্বশেষ সংবাদ