, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রিয়ালকে বিদায় জানালেন করিম বেনজেমা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ০৮:৫৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ০৮:৫৬:৫৭ অপরাহ্ন
রিয়ালকে বিদায় জানালেন করিম বেনজেমা
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। আজ রবিবার ৪ জুন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোজরা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। রিয়াল জানিয়েছে, চলতি মৌসুম শেষেই ক্লাবটি ছাড়বেন বেনজেমা। ওই সময়ই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

কয়েকদিনের মধ্যেই চলমান সিজনের পরিসমাপ্তি ঘটবে। লস ব্লাঙ্কোজরা জানায়, সৌদি আরব থেকে বিশাল অংকের বেতনের প্রস্তাব পেয়েছেন বেনজেমা। ধারণা করা হচ্ছে, দেশটির শীর্ষ লিগের কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। ইতোমধ্যে যে লিগটি মাতাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

চলতি সপ্তাহের শুরুতে খবর বের হয়, সৌদি লিগের অন্যতম শীর্ষ দল আল-ইতিহাদে যাচ্ছেন বেনজেমা। ২ বছরের চুক্তিতে তাকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে রিয়াল সমর্থকদের বিদায় জানানোর পরিকল্পনা করেছেন বেনজেমা।

আগামী মঙ্গলবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানাবে ক্লাবটি। যার প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ উপস্থিত থাকবেন।  গত ২০০৯ সালে রিয়ালে যোগ দেন বেনজেমা। এরপর একের পর এক কীর্তি গেঁথেছেন তিনি। ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার ৩৫ বছর বয়সী ফরাসি ফুটবলার।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব