, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শাহবাগে আ.লীগের নেতা-কর্মীদের ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলে গাড়ি ভাঙচুর-আগুন

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৩:১৭ অপরাহ্ন
শাহবাগে আ.লীগের নেতা-কর্মীদের ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলে গাড়ি ভাঙচুর-আগুন
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
 
আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা দলে দলে জড়ো হতে শুরু করেন শাহবাগে। লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা চড়াও হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে প্রতিরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
 
এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে। শনিবার (৩ আগস্ট) এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক