, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে সকাল থেকেই রাজপথে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১১:৩০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১১:৩০:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে সকাল থেকেই রাজপথে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে নিউমার্কে এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় কর্মসূচি থাকলেও ১০টা থেকেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
 
এদিকে, গতরাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলার পর আজ একই এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ।
 
এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে নগরীতে। সকাল থেকে যানবাহন চলাচলও কম। বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’