, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বৈষম্যবিরোধী আন্দোলন: নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে মার্কিন দূতাবাসের পরামর্শ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১০:১৭:৩৬ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলন: নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে মার্কিন দূতাবাসের পরামর্শ
এবার বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দনলনের কারণে পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার ৩ আগস্ট বাংলাদেশে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে এক জরুরি বার্তায় একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার থেকে শুরু হওয়া “সম্পূর্ণ অসহযোগ” আন্দোলন বিষয়ে আমরা অবগত রয়েছি। আমরা ধারণা করছি আগামীতে এই পরিস্তিতি আরও প্রতিবাদী হবে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে জরুরি বার্তায় আরও বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যদি অনিরাপদ অনুভব করেন, সেই ক্ষেত্রে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। বাংলাদেশে বর্তমানে ভ্রমণ করা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। বিশেষ কারণে যদি বাইরে যেতে হয় সেক্ষেত্রে মার্কিন নাগরিকদের ৪টি পরামর্শ দিয়েছে দূতাবাস।

১। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা; স্থানীয় ঘটনাসহ আপনার আশেপাশের বিষয়ে সচেতন থাকুন; এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ স্টেশনগুলো পর্যবেক্ষণ করুন।

২। বড় জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলুন, প্রয়োজনে নিরাপদ দূরত্বে আশ্রয় নিন।

৩। সর্বদা আপনার আশপাশ সম্পর্কে সচেতন থাকুন।

৪। স্থানীয় মিডিয়াগুলোর খবর দেখতে থাকুন এবং জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখুন।
ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের

ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের