, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আজ সব ধর‌নের ভিসা পরিষেবা বন্ধ রাখ‌বে মা‌র্কিন দূতাবাস

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১০:০৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১০:০৫:০৭ পূর্বাহ্ন
আজ সব ধর‌নের ভিসা পরিষেবা বন্ধ রাখ‌বে মা‌র্কিন দূতাবাস
এবার কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় আজ রোববার (৪ আগস্ট) সব ধর‌নের ভিসা এবং মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রে‌ছে ঢাকায় মা‌র্কিন দূতাবাস।

গতকাল শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে ঢাকায় মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এ‌তে বলা হয়, রোববার সমস্ত ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হবে এবং পরবর্তী তারিখে তা পুনঃনির্ধারিত করা হবে। মার্কিন দূতাবাস আগামীকাল রোববার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাক‌বে।
 
এদিকে যারা জরুরি ভ্রমণ কর‌তে চায় তা‌দের উ‌দ্দে‌শে বলা হ‌য়ে‌ছে, জরুরি ভ্রমণ পরিকল্পনাসহ আবেদনকারীরা ustraveldocs.com-এ একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পার‌বে।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক