, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সমর্থন সমমনা ইসলামী দলগুলোর

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন
অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সমর্থন সমমনা ইসলামী দলগুলোর
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সমমনা ইসলামী দলগুলোর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যে হত্যাকাণ্ড চালিয়েছে, তা কোনোভাবেই বরদাশত করা যায় না। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে দলগুলোর নেতারা এসব কথা বলেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউনিসেফের তথ্যমতে, ৩২ শিশুকে হত্যা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, শিশু-কিশোরসহ হাজারো ছাত্র-জনতাকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখনো হত্যা-গ্রেপ্তার, হামলা চলছে। একটি স্বাধীন দেশের নাগরিকদের ওপর রাষ্ট্রের সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া ইতিহাসে নজিরবিহীন।

এদিকে বিবৃতিতে হত্যা ও নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানানো হয়। একই সঙ্গে হামলা-গুলি বন্ধ করে গ্রেপ্তার সব ছাত্র-জনতার মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আবদুর রব ইউসুফী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির রোজাউল করিম জালালী, মহাসচিব মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি তাফাজ্জল হক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক