, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না ফারাজ: মায়ের বার্তা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ০৬:১৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ০৬:১৮:২১ অপরাহ্ন
পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না ফারাজ: মায়ের বার্তা
এবার দেশেজুড়ে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সমর্থন না জানানোর কারণে বেশ সমালোচনার মুখে পরেছেন সামাজিক মাধ্যমে পরিচিত মুখ চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এবার এক ভিডিও বার্তায় তার মা রিজওয়ানা ইউসুফ এর কারণ প্রকাশ করেন।  

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি রিজওয়ানা ইউসুফ একজন মা হিসেবে আজকে প্রথমবারের মতো আপনাদের সামনে আসলাম। আমার ছেলে ফারাজ করিম চৌধুরিকে আপনারা সকলেই চেনেন। আজকে জাতির এ সংকটজনক মুহুর্তে আমার ছেলে চুপ এর কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যে এই ত্যাগ স্বীকার করছে সেটা কোনো দালালির জন্য না, কোনো দলের জন্যও না। তার পারিবারিক একটা চাপ আছে বলেই সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি।

কিন্তু সে মন-প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে। চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের যেন ছাড়ানো যায়। কিন্তু আমি চুপ করে থাকতে পারি নি। আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি। সে গত পাঁচ-ছয় রাত ঘুমায়নি। ওর চেহারার দিকে তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কতটা সংকটময় পরিস্থিতে দাঁড়িয়ে আছি সেটা সবাই দেখছে। আজকে আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না।

নিজ ছেলের জন্য ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, আমার ছেলে মানুষকে ভালোবাসে, তার মনটা অনেক নরম। আজকে আপনাদের পাশে সে হয়ত স্ব-শরীরে নেই কিন্তু মন, প্রাণ এবং হৃদয়জুড়ে সে আপনাদের পাশে। মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানদের সাথে আমি আমার ছেলেকে পাঠাতে পারিনি। আজকে প্রথমবারের মতো আমি আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি সেসব মায়ের কাছে অপরাধী যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কি না কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। 

ভিডিওর শেষদিকে ফারাজ বলেন, আমার সাথে যারা ছিলো তারা কখনও এই কথা বলতে পারবে না যে আমি এসবে কখনও সমর্থন দিয়েছি। এখানে আমি কাজ করতে পারিনি আমার ব্যর্থতা এটা আমাকে নিতেই হবে। যদি কখনও সুযোগ পাই আমি আবার চেষ্টা করব আপনাদের যাদের যাদের ভালোবাসা, সম্মান হারিয়ে ফেলেছি তা ফিরে পাওয়ার। 
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা

গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে ফাউন্ডেশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা