এবার চলমান কোটা সংস্কার আন্দোলনে শহীদ মিনারে একত্রিত হয়েছেন হাজারো শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশ চলাকালীন আন্দোলনকারীদের ডেকে ফ্রিতে পানি, পেয়ারা ও আমড়া বিতরণ করছেন অনেকে।
আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, সুমন মিয়া নামের এক বিক্রেতা সাধারণ শিক্ষার্থীদের পেয়ারা ফ্রি দিচ্ছেন। এছাড়া নুর নাহার নামে আরেক বিক্রেতা ফ্রিতে পানি বিতরণ করছেন।
এদিকে শহীদ মিনারের সামনে ঘুরে ঘুরে আন্দোলনকারীদের ডেকে ফ্রিতে এসব খাবার দিতে দেখা গেছে। বিক্রেতা সুমন মিয়া বলেন, সবসময় তো ব্যবসা করি। আজ সব আমড়া, পেয়ারা ফ্রিতে দিচ্ছি। ছাত্ররা দেশের জন্য জীবন দিচ্ছে আর আমি পেয়ারা দিতে পারবো না তাতো হয় না।
এ সময় নুর নাহার বলেন, আমি রাস্তায় ঘুরে পানি বিক্রি করি। আমার বিক্রি করা পানি বিলিয়ে দিয়েছি আজ। আরেক ভাই আরও কিছু পানি কিনে দিয়েছে। সেসবও ফ্রিতে দিচ্ছি। ছাত্ররা আমাগো ভাই, তাগোর জন্য এসব দিচ্ছি।