, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছে পুলিশ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ১২:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ১২:৪৫:৩৯ অপরাহ্ন
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চালাচ্ছে পুলিশ
এবার কোটা আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই প্রেক্ষিতে বিভিন্ন এলাকার পাশাপাশি ঢাকার প্রবেশমুখ গাবতলীতেও মানুষদের তল্লাশি করছে পুলিশ।

আজ শনিবার গাবতলীতে চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনে 'সন্দেহভাজন'দের তল্লাশি চালানো হয়। সকাল ৮টা থেকে দারুস সালাম থানা পুলিশ তল্লাশি শুরু করে। এ সময় বাস, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ব্যাগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তা বজায় রাখতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন দারুস সালাম থানার ওসি জামাল হোসেন। তবে শুধুমাত্র তল্লাশি চালান হচ্ছে, কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

তল্লাশি চালানোর সময় নাম জানতে চাওয়ার পাশাপাশি আইডি কার্ড থাকলে সেটি দেখাতে বলছে পুলিশ, বলে জানান একজন প্রত্যক্ষদর্শী। সবকিছু ঠিকভাবে জানালে পুলিশ ছেড়ে দিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আজ শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন এবং আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা