, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ১১:০৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ১১:০৩:৪০ পূর্বাহ্ন
নরসিংদীতে শিক্ষার্থীদের গণমিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০
এবার নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২ আগস্ট) ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
 
এদিকে পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানসহ সেখানে উপস্থিত হলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি। 

আন্দোলনকারীরা বলেন, বিক্ষোভ মিছিলে এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়। এসময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস