, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


গভীর রাতে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট 

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৪ ১০:২২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৪ ১০:২২:৫১ পূর্বাহ্ন
গভীর রাতে সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট 
এবার গভীর রাতে শনিবারের (৩ আগস্ট) কর্মসূচি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনরত সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২ আগস্ট ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।

সেই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় আশেপাশের সকল আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব।’

তিনি আরও লিখেছেন, ‘আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে।’ এর আগে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এছাড়া শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেয়া হয়। টেলিগ্রামে দেয়া এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার হতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এর ডাক দেয়া হলো।

অসহযোগ আন্দোলন সফল করার জন্য ছয়টি বিষয় তুলে ধরেছেন তারা। এই ছয়টি বিষয় হলো—১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না। ২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন। ৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন। ৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। ৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। ৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।

এছাড়া ভবনে-ভবনে, পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।