, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দিনটা দারুণ কাটলো: সাকিবের ছবি দিয়ে শিশিরের পোস্ট

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৫:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৫:০৬:৫৬ অপরাহ্ন
দিনটা দারুণ কাটলো: সাকিবের ছবি দিয়ে শিশিরের পোস্ট
“A well spent day” বাংলায় যার অর্থ, দিনটা দারুণ কাটলো। এই ক্যাপশন দিয়েই কয়েক ঘন্টা আগে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির। মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না তার।  বিশ্বকাপের পর ব্যর্থ ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগেও ।

তবে কানাডায় ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। ভালো করছে তার দল বাংলা টাইগার্সও। এখন পর্যন্ত  ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। এবার ক্রিকেটের অবসরে এবার পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন সাকিব। যা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিব পত্নী। স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন, ফ্যামিলি টাইম। 

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। এই ঘটনার পর সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম সাকিব। এখন পর্যন্ত তিনি এ বিষয়ে বেঁছে নিয়েছেন মৌনতাই।  যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। 

এদিকে দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারেনি। দিন দুয়েক আগেই সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়েন সাকিব। যেখানে তার নীরব থাকার বিষয়ে এক দর্শক প্রশ্ন করলে বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এ সময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। আর সাকিব বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। সাকিবের এই আচরণ ভালোভাবে নেয়নি বিসিবিও। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া