, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


ছাত্রলীগের শোক দিবসের ব্যানার ছিঁড়ল আন্দোলনকারীরা!

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৪:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৪:৩৩:০৬ অপরাহ্ন
ছাত্রলীগের শোক দিবসের ব্যানার ছিঁড়ল আন্দোলনকারীরা!
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে শোক দিবসের ব্যানার ছেঁড়ার আভিযোগ পাওয়া গেছে। গণমিছিলের সময় শাহবাগে ছাত্রলীগের একটি ব্যানার ছিঁড়ে ফেলে তারা।

আজ শুক্রবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলে আন্দোলনকারীরা। তবে এ অভিযোগের বিষয়ে ছাত্র আন্দোলনের কারো বক্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হন। এর মধ্যে কয়েকজন আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে থাকা ছাত্রলীগের ব্যানার ছিঁড়ে ফেলেন।

গতকাল বৃহস্পতিবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় গণমিছিল বের করেন শিক্ষার্থীরা। আজ জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকেও মিছিল বের হয়।
সর্বশেষ সংবাদ
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে: বিলাওয়াল ভুট্টো

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে: বিলাওয়াল ভুট্টো