, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান কাদেরের

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৪:১২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৪:১২:১২ অপরাহ্ন
শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান কাদেরের
কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। আরো জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামতকে স্বাগত জানালেও, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেন। 

আজ শুক্রবার (২ আগস্ট) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোন শিক্ষার্থীকে আর আটক করা হবে না। 

এদিকে হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীদের মতামতকে স্বাগত জানালেও, কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুর কাদের।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।  ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে পর্যায়ক্রমে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া