, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকায় বৃষ্টিতে ভিজেই মিছিল-স্লোগান শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৩:৩২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৩:৩৪:১৯ অপরাহ্ন
ঢাকায় বৃষ্টিতে ভিজেই মিছিল-স্লোগান শিক্ষার্থীদের
এবার পূর্বঘোষিত ৯ দফাসহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে আজও রাজপথ নেমেছেন শিক্ষার্থীরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল-স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানান শিক্ষক ও অভিভাবকরাও।

আজ শুক্রবার (২ আগস্ট) ছুটির দিনের শুরুটা বৃষ্টিকে সঙ্গী করেই। সকাল থেকেই কখনো ঝুম আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও ঘরে বন্দি থাকেননি শিক্ষার্থীর দল। বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে। অংশ নেন পূর্ব ঘোষিত কর্মসূচিতে।

আজ সকালে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সঙ্গে নানা ধরনের প্ল্যাকার্ড। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের দাবি। জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সামনে তাদের এই অবস্থান।
 
বৃষ্টিতে শুধু শিক্ষার্থীরাই ভিজেছেন তা কিন্তু নয়, ভিজে ভিজে সন্তানদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তি কামনা করেন তারা। রাজপথে নামেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, ইউআইইউসহ আশপাশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একত্র হয়ে বের করেন গণমিছিল।

পুলিশি নিরাপত্তায় মিছিলটি প্রগতি সরণি প্রদক্ষিণ করে আবারো ইস্টওয়েস্ট ক্যাম্পাসে ফিরে যায়। গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় দুই সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শান্তিপূর্ণ আন্দোলন চললেও এক পর্যায়ে তা আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী সংঘাত সংঘর্ষে হতাহত হন অনেকে।