এখন দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টির কোনো লক্ষণ নেই। আবহাওয়াবিদরা বলছেন, সারা দেশেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। আর চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, দেখা যাচ্ছে যে আগামী ১২ তারিখ পর্যন্ত দেশের তামমাত্রা ৩৬ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করবে। আপাতত মৌসুমী বায়ু সৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া মৌসুমী বায়ু সৃষ্টির পরই সারা দেশে বৃষ্টি হবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
তিনি আরও জানান, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি। তবে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। এই পূর্বাভাসে দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হয়। দেখা গেছে, এসব স্টেশনের মধ্যে ৩১টিতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও চলতে পারে।
এদিকে তীব্র গরমের মাঝেই দিনের পাশাপাশি রাতেও লোডশেডিং হচ্ছে দেশজুড়ে। এছাড়া বার বার বিদ্যুৎ যাওয়ায় দুর্ভোগে নগরবাসী। প্রচন্ড গরমে অনেকেই নির্ঘুম রাত পার করছেন। ঘরে টিকতে না পেরে বাসা থেকে বের হয়ে পড়ছেন মধ্য রাতে।