, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২৭ বছরের অর্জিত সব সার্টিফিকেট পোড়ালেন ঢাবি শিক্ষার্থী

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ০৪:১১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ০৪:১২:৪১ অপরাহ্ন
২৭ বছরের অর্জিত সব সার্টিফিকেট পোড়ালেন ঢাবি শিক্ষার্থী
এবার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এক শিক্ষার্থী। আজ রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের আইন অনুষদ প্রাঙ্গণে প্রতীবাদী এই কর্মসূচি পালন করেন তিনি।

এদিকে শরীফুল হাসান শুভ নামে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
 
শরীফুল হাসান শুভ দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

কর্মসূচি পালনকালে তিনি বলেন, ‘যে সার্টিফিকেট অর্জন করতে আমার ২৬-২৭ বছর লেগেছে সেটার মেয়াদ কেন ৩-৪ বছর থাকবে? যেখানে বিশ্বের প্রায় সব দেশে চাকরির বয়সসীমা ৩৫ বছর সেখানে আমাদের কেন ৩০ বছর থাকবে? আমাদের এত বছরের অর্জিত সার্টিফিকেটের মূল্য নেই কেন?’

তিনি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০-এ সীমাবদ্ধ রাখার প্রতিবাদে আমি আজ আমার জীবনের সব সার্টিফিকেট পুড়িয়েছি। বয়সসীমা ৩৫-এর দাবিতে আজ সারাদেশেই শিক্ষার্থীরা প্রতীকী সার্টিফিকেট পোড়াবেন।’

তিনি আরও বলেন, ‘সার্টিফিকেট পুড়িয়ে আমরা চাকরি চাই না। আমরা চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি জানাচ্ছি এবং নিজ যোগ্যতায় চাকরি পেতে চাই। আমরা সরকারের কাছে গেজেট আকারে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানাচ্ছি।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস