, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আবু সাঈদের নামে এবার বাংলা ফন্ট

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০৭:১৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০৭:১৬:৪২ অপরাহ্ন
আবু সাঈদের নামে এবার বাংলা ফন্ট
এবার কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এবার এলো একটি বাংলা ফন্ট। নামও দেয়া হয়েছে সাঈদের নামে। নতুন ফন্টটি উন্মুক্ত করেছে কোডপত্র (Codepotro)। এটি ডিজাইন করেছেন জায়েদ আহসান সাদ ও কোডপত্র ফন্টস কর্তৃপক্ষ।

এদিকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, আবু সাঈদ ফন্টের ‘টাইপ হেয়ার’ এর জায়গায় কিছু লিখলে নতুন ফন্টে সে লেখা চলে আসছে। আপাতত ইন্টারফেসে নরমাল এবং ইটালিক ফন্ট দেখা যাচ্ছে। কোডপত্রের ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের নিজস্ব সাইট থেকে বিনামূল্যে এই ফন্ট ডাউনলোড করা যাবে।

কিন্তু কোনো ওয়েবসাইটে আবু সাঈদ আপলোড বা হোস্ট করতে পারবেন না। গেল ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া বুলেটের আঘাতে মৃত্যু হয় সাঈদের।

এরপর সাঈদের নামে পার্কের মোড়ের নাম আবু সাঈদ চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আবু সাঈদ ফটক হিসেবে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

তিন দিন দেশের যেসব বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা