, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো সিটি ডেন্টাল কলেজ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০৫:৪৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০৫:৪৯:৩৫ অপরাহ্ন
ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো সিটি ডেন্টাল কলেজ
এবার কলেজের ভেতরে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে রাজধানীর নিকুঞ্জ এলাকার সিটি ডেন্টাল কলেজ। মঙ্গলবার (৩০ জুলাই) অধ্যক্ষ ডা. মীর আইয়ুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সিটি ডেন্টাল কলেজ জন্মলগ্ন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। কলেজ অভ্যন্তরে যেকোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। কিছু সংখ্যক ছাত্র কলেজের নাম ব্যবহার করে একটি রাজনৈতিক সংগঠন গঠন করছে, যা কলেজ কর্তৃক অনুমোদিত নয় এবং বেআইনি। তাদের কলেজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কলেজে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।’

এদিকে বিজ্ঞপ্তিতে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়, ‘নতুন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিটি ডেন্টাল কলেজ গঠনতান্ত্রিকভাবে একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে যেকোনো ধরনের রাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বেআইনি।’
 
এ বিষয়ে বিস্তারিত জানতে প্রয়োজনে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান অধ্যাপক ডা. এএসএম বদরুদ্দোজার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা