, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আবু সাঈদসহ প্রতিটি হত্যার তদন্তে নেয়া হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞের পরামর্শ: তথ্য প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৫৭:৪৫ অপরাহ্ন
আবু সাঈদসহ প্রতিটি হত্যার তদন্তে নেয়া হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞের পরামর্শ: তথ্য প্রতিমন্ত্রী 
এবার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদসহ প্রতিটি হত্যার তদন্তে (ফরেনসিক) প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া হবে। এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। 
 
প্রতিমন্ত্রী বলেন, 'সরকার ক্ষতিগ্রস্ত, পুরো দেশ ক্ষতিগ্রস্ত... হয়তো ফায়দা নিচ্ছে তৃতীয় পক্ষ...প্রতিটি দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে....প্রতিটি প্রাণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের সুযোগ থাকলে.. আমরা যদি সময়ের পেছনে ফিরে যেতে পারতাম তাহলে প্রতিটি মৃত্যুকে রুখে দিতাম।
 
প্রসঙ্গত, রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপ-পরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।

এদিকে মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, বেলা ২টা ১৫ মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তরা বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য হতে কং/ ১১৮৬ সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান হইতে ১৬৯ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা