, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গ্রাহককে ৫ জিবি ডেটা না দিলে ব্যবস্থা: পলক

  • আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০২:৫৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০২:৫৩:৩৭ অপরাহ্ন
গ্রাহককে ৫ জিবি ডেটা না দিলে ব্যবস্থা: পলক
এবার ইন্টারনেট বন্ধকালীন অব্যবহৃত ডেটার বদলে কোনো মুঠোফোন অপারেটর গ্রাহকদের ৫ জিবি ফ্রি ডেটা প্যাকেজ না দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এদিন সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক নানা বিষয়ে অ্যামটব, বেসিস, বাক্কো, আইএসপিএবি, বিসিএস, ই-ক্যাবসহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক করেন জুনাইদ আহমেদ পলক। পরে বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সময়কালে অব্যবহৃত ডেটার বদলে বিনামূলে সব গ্রাহকদের ৫ জিবি ডেটা প্যাকেজ দেয়ার কথা মুঠোফোন অপারেটরদের। অবশ্যই সব অপারেটরদের এটি মানতে হবে। এটি অমান্য করার অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। আর মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে ইন্টারনেট চালু হয় গত ২৮ জুলাই। তবে এখনো ধীর গতিতে চলছে ইন্টারনেট সেবা।
সর্বশেষ সংবাদ