, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ০৪:০৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ০৪:০৩:৫৫ অপরাহ্ন
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর
টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক বন্ধু। রবিবার (৪ জুন) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির আলম (১৮) এবং রমজান আলীর ছেলে মো. হাবিব (১৭)। আহত সাদিককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, তিন বন্ধু হাবিব, সাদিক ও সাব্বির মধুপুর রাবার দেখে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল গারোবাজার-কাকরাইদ সড়কের হাজিবাড়ি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাবিব ও সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ দুটি আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন