, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


রাজশাহীর আদালত এলাকা থেকে আটক ১৮

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ০৭:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ০৭:৫২:২৪ অপরাহ্ন
রাজশাহীর আদালত এলাকা থেকে আটক ১৮
এবার রাজশাহীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আটক করা হয়েছে ১৮ জনকে। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী আদালত চত্বরের পাশের এলাকা মহিষবাথানে এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশের ভাষ্য, হঠাৎ করে  ৮ থেকে ১০ জনের একটি দল পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাদের বাধা দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আদালত এলাকা থেকে অন্তত ১৮ জনকে আটক করে।
 
আটকের সময় শিক্ষার্থীরা গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বাংলাদেশ প্রফেশনালস ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমরা পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলাম। আমাদের আটক করা অন্যায়।’

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় বিকেল ৪ টা পর্যন্ত ১৮ জনকে আটক করেছে পুলিশ।’