, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বরিশালে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ আহত ২৫, হেফাজতে ১২ শিক্ষার্থী

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ০৬:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ০৬:৪৭:০০ অপরাহ্ন
বরিশালে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ আহত ২৫, হেফাজতে ১২ শিক্ষার্থী
এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে বরিশাল নগরীতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এরপর দুই শিক্ষার্থীসহ ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর সদর রোড ও ফজলুল হক এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।  

এদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। সেখানে এসে পুলিশ হামলা করেছে। নারী শিক্ষার্থীদের আহত করেছে। আমি জানতে পেরেছি অর্ধশত শিক্ষার্থীদের আহত করেছে বলে তিনি অভিযোগ করেন। অন্তত ১০/১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেফতার চালিয়েছে, সেটাও ন্যক্কারজনক। 

অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবি করে ডা. মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন। অংশ নেয়া হুজাইফা নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে।

এই ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, বিরোধী ছাত্রসংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করেছিল। কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটা অবরোধ করেছিল। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে, ইটপাটকেল নিক্ষেপ করে, গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছি। বেশ কয়েকজনকে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

উপ-পুলিশ কমিশনারের দাবি এখানে বেশ কিছু শিবিরের ছাত্র ছিল। তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। হামলার শিকার শিক্ষার্থী মৌসুমী বলেন, আমি শিবির না। আমি যশোর ইউভার্সিটির শিক্ষার্থী। পুরুষ পুলিশরা এসে আমাদের ইচ্ছেমতো পিটিয়েছে। কাউকে বাদ দেয়নি। সবাইকে ইচ্ছেমতো মারছে। চুল ধরে লাঠিপেটা করছে। ৫০/৬০ জনকে মারছে।

এদিকে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, আটকদের কাছ থেকে মুচলেকা রেখে বিকেলে ছেড়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১ টার দিকে বরিশাল নগরীর ফকিরবাড়ী রোড থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। তখন পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। ঘটনার ছবি ধারণ করতে যাওয়া দৈনিক যুগান্তর পত্রিকার আলোকচিত্রী শামীম আহমেদ ও যমুনা টিভির ক্যামেরা পার্সন হৃদয়সহ কমপক্ষে ৫ সাংবাদিক পুলিশি লাঠিপেটায় আহত হয়।