, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মুশফিক-মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০৬:৫০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০৬:৫০:১৩ অপরাহ্ন
মুশফিক-মুমিনুলকে নিয়ে পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা
আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুইটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে সাধারণত ‘এ’ দল গঠন করা হয়। তবে এবারের দলে আছে বড় চমক।

এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন দেশের ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড়। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন। বেশ দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে খেলার বাইরে মুশফিক ও মুমিনুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চলতি বছর মূলত টি-টোয়েন্টি ক্রিকেটেই ব্যস্ত ছিল টাইগাররা।

মুশফিক গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার টেস্ট খেলেন। আর সবশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। মুমিনুল হকও গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন। জাতীয় দলের আসন্ন পাকিস্তান সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতেই ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন তারা দুজন। তবে এই সফরে শুধু প্রথম টেস্ট ম্যাচটিই খেলবেন তারা দুজন।

এদিকে মুশফিক ও মুমিনুল ছাড়াও ‘এ’ দলের হয়ে সফরে যাচ্ছেন জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়। এই তালিকায় আছেন এনামুল হক বিজয়, জাকির হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব। এছাড়া ওয়ানডে সিরিজের দলে আছেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনরা।

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। এরপর ১০-১৩ আগস্ট ইসলামাবাদে প্রথম আনঅফিসিয়াল টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। একই ভেন্যুতে ১৭-২০ আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবেও ইসলামাবাদই থাকছে। এই মাঠে ২৩ আগস্ট প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ আগস্ট।

প্রথম আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা