, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


কেরালায় ভূমিধসে নিহত ৩৬, আটকা শতাধিক

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০৩:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০৩:১৬:০৬ অপরাহ্ন
কেরালায় ভূমিধসে নিহত ৩৬, আটকা শতাধিক
এবার ভারতের কেরালা রাজ্যের ওয়েনাদ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের জেরে নিহত অন্তত ৩৬ জন। এদের মধ্যে রয়েছে দুইজন শিশু। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ব্যাপক ভূমিধসের কারণে ওই এলাকায় বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।

কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) বলেছে যে ইতোমধ্যে ফায়ারফোর্স ও জরুরি সেবা দেয়া কর্মীদের ক্ষতিগ্রস্থ এলাকায় মোতায়েন করা হয়েছে।

এদিকে কেএসডিএমএ-এর একটি ফেসবুক পোস্ট অনুসারে, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য কান্নুর প্রতিরক্ষা সুরক্ষা বাহিনীর দুটি দলকে ওয়ানাদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।