, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সরকারের চিঠির জবাব টিকটক দিলেও এখনও দেয়নি ফেসবুক!

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০৩:১৩:৩৩ অপরাহ্ন
সরকারের চিঠির জবাব টিকটক দিলেও এখনও দেয়নি ফেসবুক!
এবার মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারের দেয়া চিঠির ব্যাপারে টিকটক জবাব দিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ফেসবুক কোনও সাড়া দেয়নি এখনও।
 
আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে এক পর্যালোচনা সভায় কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, টিকটক সরকারের দেয়া চিঠির জবাব দিলেও ফেসবুক জবাব দেয়নি এখনও। তাদের ৩১ জুলাই পর্যন্ত সময় আছে। জবাব পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেবে সরকার।
 
এদিকে সরকার ইন্টারনেট সেবাকে রেস্ট্রিকটেড করে রাখেনি জানিয়ে তিনি আরও বলেন, ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। গত কয়েক দিনে ভিপিএন ব্যবহার বেড়েছে জানিয়ে পলক বলেন, এটি সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে। এছাড়া ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে। তবে কোন তথ্য বেহাত হয়নি।
 
প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়েছে। কোনও প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে।
 
বৈঠকে মূল কার্যসম্পাদন সূচকের (কেপিআই) ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন পলক। এ সময় জাতীয় সাইবার নিরাপত্তা অ্যাসেসমেন্ট কমিটি গঠন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে। যাদের সাইবার নিরাপত্তা বিষয়ে ভালো জ্ঞান আছে, এমন নাগরিকদের দেশে সাইবার নিরাপত্তায় এগিয়ে আসতে হবে।