, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৪ ০২:২৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৪ ০২:২৬:৫৯ অপরাহ্ন
আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত
এবার নির্বাহী আদেশে আগামীকালের (বুধবার) মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে নিষিদ্ধ করা নিয়ে আইনগত দিক খতিয়ে দেখা হবে আজকের মধ্যে।

মন্ত্রী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না। আদালত নয়, কোন দলকে নিষিদ্ধ করতে পারে সরকার। বলেন, এর আগে জামায়াতকে যুদ্ধাপরাধী হিসাবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটা সঠিক আছে। জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশে ধ্বংসাত্মক কাজ বন্ধ হবে বলেও উল্লেখ করেন আনিসুল হক।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

এদিকে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে দলটির পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।