রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল ১১ ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত। সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
গত শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের কারফিউ’র সিডিউল ঘোষণা করেন। সে অনুযায়ী এই তিন দিন বিকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ চলছে।