, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কামালা হ্যারিস ক্ষমতায় এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে: ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ০৯:০৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ০৯:০৬:২৫ অপরাহ্ন
কামালা হ্যারিস ক্ষমতায় এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে: ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির সাম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস ক্ষমতায় এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে। এছাড়াও মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
 
স্থানীয় সময় শনিবার (২৭ জুলাই) মিনেসোটা রাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। এসময় কামালা হ্যারিসের পাশাপাশি বাইডেন প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, কামালা ক্ষমতায় গেলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম।
 
ট্রাম্প আরও বলেন, তারা যদি প্রতারণা না করে তাহলে আমরা খুব সহজেই জিতে যাব। তারা প্রতারণা করে। তাদের কোন লজ্জা নেই। ট্রাম্প দাবি করেন, তিনি ক্ষমতায় না গেলে বিশ্ব নেতৃত্ব থেকে হারিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খর্ব হবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এদিকে পাল্টা ট্রাম্পের সমালোচনা করেছেন কামালা হ্যারিস। তিনি বলেছেন, ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেবেন। ধ্বংস হয়ে যাবে শিক্ষাব্যবস্থা।

ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাড়ানোর ঘোষণার পর থেকেই বাড়তে শুরু করেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ৪২ শতাংশ মার্কিন সমর্থন জানালেও বিপরীতে কামালা হ্যারিসকে পছন্দ করেন ৪৪ শতাংশ মানুষ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান