, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম জয় বাংলা টাইগার্সের

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৪ ১২:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৪ ১২:০১:০৩ অপরাহ্ন
সাকিব-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম জয় বাংলা টাইগার্সের
চলতি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলা টাইগার্স। তবে গতকাল (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামদের দলটি। ভ্যাঙ্কুভার নাইটসকে তারা ২৩ রানে হারিয়েছে। তবে ব্যাট হাতে এদিনও ব্যর্থ সাকিব (২ রান), কিন্তু বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। দারুণ বোলিংয়ে শরিফুলও দলের জয়ে অবদান রেখেছেন।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স মিসিসৌগা ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে। ইনিংস সর্বোচ্চ ৪০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পরের ইনিংসে শরিফুল নিজের প্রথম দুই ওভারে মাত্র ২ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। এ ছাড়া ইনিংসের অষ্টম ওভারে টানা দুই বলে সাকিব তুলে নেন ২ উইকেট, ওই ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। যদিও শেষমেশ হ্যাটট্রিকটা হয়নি।

রানতাড়ায় ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার নাইটস। সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান হার্শ ঠাকের। নিজের শেষ ওভারে এসে ১ উইকেট তুলে ৩ রান দেন সাকিব। পরের ওভারে শরিফুল দেন ১ রান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

যদিও ঠাকের লড়াই চালিয়ে গেছেন শেষ অবধি। ৬৭ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন। এছাড়া ডুয়েইন প্রিটোরিয়াস ২৫ বলে ২৯ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রানে থামে ভ্যাঙ্কুভার। ফলে বাংলা টাইগার্স জয় পায় ২৩ রানে। এই জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স। দুটি ম্যাচ জিতে সবার ওপরে টরেন্টো ন্যাশনালস।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা