, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিটিভিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের সহায়তা চেয়ে পোস্ট

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৭:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৭:৩২:১১ অপরাহ্ন
বিটিভিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের সহায়তা চেয়ে পোস্ট
এবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগুন দিয়েছে রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে জানিয়ে সাহায্য চেয়ে পোস্ট করা হয়েছে বিটিভির ফেসবুক পেজ থেকে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে সরকারি টেলিভিশন চ্যানেলটির ফেসবুক পেজে পোস্ট করে সাহায্য চাওয়া হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।’

এদিকে কোটা সংস্কারের দাবি আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ওপর হামলা এবং ছাত্র হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে কমপ্লিট শাটডাউনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়টির সামনে অবস্থান নেয়।

এ সময় তাদের ওপর হামলা ও গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা।  এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী হতাহত হলে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। সেই থেকে অবরুদ্ধ রয়েছে রামপুরার সড়কটি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন দেয় বিটিভির রিসিপশানে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান