এবার নরসিংদীতে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছে অন্তত অর্ধশত শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এই ঘটনা ঘটে।
এদিকে নিহত তাহমিদ নরসিংদীর এনকেএম হাইস্কুল এন্ড হোমসের নবম শ্রেণীর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে চিনিশপুরের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। অপরদিকে, আহতদের ২৫ জন জেলা হাসপাতাল এবং বাকীরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে শহরের জেলখানামোড়-ভেলানগরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশত আন্দোলনকারী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিপুল পরিমান কাঁদানি গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
এসময় পুলিশকে হটাতে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়কে অগ্নিসংযোগের পাশাপাশি সড়ক দখলে নিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় হাজারো শিক্ষার্থী।